Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৭ দিনের মধ্যে তথ্য দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি

৭ দিনের মধ্যে তথ্য দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ

সাত দিনের মধ্যে তথ্য দিতে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। সাংবাদিক শোয়েব চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গত রোববার তিনি এ নির্দেশ দেন।

চারটি তথ্য চেয়ে শোয়েব চৌধুরী গত ১৬ আগস্ট হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বরাবরে তথ্য অধিকার বিধিমালা অনুযায়ী আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ মামুন সরদার তিনটি তথ্য দেন। একটি তথ্য দিতে অস্বীকৃতি জানান।

আংশিক তথ্য পাওয়ায় শোয়েব চৌধুরী সংক্ষুব্ধ হয়ে গত ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম ইকবালের কাছে আপিল করেন। আপিলে তিনি উল্লেখ করেন, তাঁর চাওয়া তথ্য জনস্বার্থসংশ্লিষ্ট। এর সঙ্গে সরকারি অর্থ ফাঁকি দেওয়ার প্রচেষ্টা যুক্ত রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীও কোনো তথ্য দেননি।

পরে সাংবাদিক শোয়েব চৌধুরী গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত রোববার জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদী শোয়েব চৌধুরী ও বিবাদী সহকারী প্রকৌশলী রাকিবুল হাসানের আইনজীবী যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ সাত দিনের মধ্যে সাংবাদিক শোয়েব চৌধুরীকে তথ্য দিতে নির্দেশ দেন। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ