মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় হয়েছে। উপজেলার কেনা এলাকায় গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রমের আয়োজন করা হয়। ‘সাদামন স্বেচ্ছায় রক্তদান’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাদামন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম লিটন, টিটু রায়, সুমন চৌধুরী, কমিটির সভাপতি অলি উল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি প্রাণতোষ চন্দ্র দাস, বিউটি আক্তার ঐশী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নন্দ লাল মোদক, সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন খান, সহসভাপতি দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ তারেক, মনজিল খান, সহসাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ, দপ্তর সম্পাদক হাফেজ আরাফাত হোসাইন আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী জাকির হোসাইন প্রমুখ।