বিদেশি পর্যটকদের আকর্ষণে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগির এটি কার্যকর করতে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কীভাবে ভিসা পদ্ধতি সহজ করা যায়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনকালে বলেছেন, বিদেশিদের জন্য একটি এক্সক্লুসিভ জোন করার, সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন জানান, অন-অ্যারাইভাল ভিসা সহজ করতে সুরক্ষা সেবা বিভাগকে চিঠি দিয়েছেন তারা। দেশীয় আইনকানুন বিবেচনা করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যা যা দরকার, সবই করা হবে।