খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা বলেছেন, সরকারি খরচে গরিব ও অসহায়দের আইনি সহায়তা প্রদান করা হচ্ছে, এটি অনেকেই জানেন না। এ জন্য বেশি বেশি ক্যাম্পেইন করতে হবে।
সবার মাঝে এটি ছড়িয়ে দিতে হবে। গতকাল সকাল ১০টায় খুবির আইন ডিসিপ্লিন ও ইউএসএআইডির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা প্রদান’ বিষয়ক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘নারী হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয়। তাহলে কেন নারীরা সহিংসতার শিকার হবে। যদি প্রতিটি পরিবার থেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো হয় এবং মূল্যবোধ জাগ্রত করা যায় তাহলে নারীর প্রতি সহিংসতা অনেক কমবে।’
ক্যাম্পেইন উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা। সহ-উপাচার্য আরও বলেন, ‘সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অনেক অবদান রাখছে।