নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
গত সোমবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ৭টি ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ৭ জনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।
দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন-উপজেলার ১ নম্বর স্বরমুশিয়া ইউনিয়নে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সাত্তার, ২ নম্বর শুনই ইউনিয়নে আটপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রোকন উজ্জামান রোকন, ৩ নম্বর লুনেশ্বর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান কবীর।
এছাড়াও ৪ নম্বর বানিয়াজান সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রানা আনজু, ৫ নম্বর তেলিগাতী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য অখিল চন্দ্র সরকার, ৬ নম্বর দুওজ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সায়েদুল হক তালুকদার ও ৭ নম্বর খারী ইউনিয়নে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান।