কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হবে আজ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। হিন্দু ধর্ম মতে, কালী দেবী দুর্গার একটি শক্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, ভদ্রকালী, দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্য কালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। তার গলায় রয়েছে নরমুণ্ডের মালা। দেবীর গায়ের রং কালো। মাথায় আলুলায়িত চুল এবং তিনি শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান।