Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বোনের এক ঘণ্টার মধ্যে ভাইয়ের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধি

বোনের এক ঘণ্টার মধ্যে ভাইয়ের মৃত্যু

আগৈলঝাড়ায় বোনের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে বড় ভাইয়ের। স্বজনরা বলছেন বোনের মৃত্যুর ধাক্কা সামলাতে পারেননি এমনিতেই অসুস্থ ভাই। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি দক্ষিণ শিহিপাশা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। একইদিন সন্ধ্যায় পূর্ব সুজনকাঠি গ্রামে তাঁর বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) মারা যান। এমনিতেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি।

জানা যায়, আব্দুল খাদেম মোল্লা স্ত্রী,৫ ছেলে, ৪ মেয়ে এবং ছোট বোন রাহিমুন বিবি ৩ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

আব্দুল খাদেম মোল্লার ছেলে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আজিজুল মোল্লা বলেন, ‘অনেক দিন যাবৎ আমার বাবা ও অসুস্থ অবস্থায় ছিলেন। গত শনিবার বিকেলে আমার ফুপু রাহিমুন বিবি প্রথমে মারা যান। তাঁর মৃত্যুর এক ঘণ্টা পরে আমার বাবা আব্দুল খাদেম মোল্লা মারা যান। ফুপুর মৃত্যু সংবাদ শুনে বাবা আরও অসুস্থ হয়ে পড়েছিলেন।

রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন বলেন, ‘আমার মা বিকেলে মৃত্যুবরণ করে। গত শনিবার এশার নামাজের পর জানাজা শেষে আমাদের দক্ষিণ শিহিপাশা গ্রামের বাড়িতে দাফন করা হয় তাঁকে।

এদিকে গতকাল রোববার সকাল আটটায় জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বাড়িতে দাফন করা হয় আব্দুল খাদেম মোল্লাকে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ