Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়কে নিম্নমানের ইট বন্ধ করা হলো কাজ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সড়কে নিম্নমানের ইট বন্ধ করা হলো কাজ

নাটোরের নলডাঙ্গার কুমুদবাটিতে ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। তিনি অভিযোগ পেয়ে গতকাল বুধবার বেলা ১০টার দিকে কাজ পরিদর্শনে যান। এ সময় নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করা হয়। উপজেলার কুমুদবাটির ইকবালের বাড়ি থেকে আকবরের বাড়ির নদী অভিমুখ পর্যন্ত ৫৯ লাখ টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার এইচবিবি করণ গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসেন হোসেন এন্টারপ্রাইজের আসলাম উদ্দিন।

জানা গেছে, ওই সড়কে সিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের ২ ও ৩ নম্বর ইটের ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। পরে গতকাল বুধবার বেলা ১০টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে এই অভিযোগের সত্যতা পান এবং কাজ বন্ধ করে দেন। এ সময় পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঠিকাদার আসলাম উদ্দিন বলেন, সিডিউল মোতাবেক ১ নম্বর ইটের ব্যবহার করার কথা বলে তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু বাজারে বর্তমান ১ নম্বর ইটের দাম বেড়ে যাওয়ায় ২ নম্বর ইটের ব্যবহার করা হয়। উপজেলা চেয়ারম্যান গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁরা এখন ১ নম্বর ইট এনে কাজ শুরু করবেন।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা মানুষের চলাচলে এইচবিবি করণের জন্য ১ কিলোমিটার সড়কে ৫৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। শিডিউল মোতাবেক এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট ও বালুর ব্যবহার হচ্ছে। এমন অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত) ওমর খৈয়ামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ