Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গোসাইরহাটে আট জেলে আটক

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে আট জেলে আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রোববার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত গোসাইরহাট উপজেলার আওতাধীন পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর রাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় এবং পরিবহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গতকাল রোববার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামানসহ ৫ জন পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযান চালানো হয়। সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কুচইপট্টি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে ২ জন এবং কোদালপুরের ঠান্ডারবাজার ও আশপাশের এলাকা থেকে মাছ শিকার অবস্থায় ৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল।

গোসাইরহাট উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘ইলিশ ধরা বন্ধে মৎস্য অফিসের অভিযান চলছে।

গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে ৮ জন জেলেকে আটক করা হয়। সে সময় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ