আরশ খান ও রোদসী সিদ্দিকাকে নিয়ে ‘ট্রু লাভ এক্সপ্রেস’ নামের নতুন নাটক বানিয়েছেন শামীম রেজা জুয়েল। নাটকের গল্পে দেখা যাবে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর সদ্য বিয়ে করেছে অয়ন (আরশ) ও অবন্তি (রোদসী)। বিয়ের পর অবন্তির এক বিরল রোগ ধরা পড়ে।
যে কারণে কোনো কিছু মনে রাখতে পারে না সে। ধীরে ধীরে নিজের স্বামী, পরিবার, বন্ধু, এমনকি নিজেকেও ভুলতে বসেছে অবন্তি। এ পরিস্থিতিতে নতুন বাঁক নেয় অয়ন-অবন্তির সম্পর্ক। ‘ট্রু লাভ এক্সপ্রেস’ নাটকে আরও অভিনয় করেছেন অনন্ত হিরা, শম্পা নিজাম, ঐশী চৌধুরী, আউয়াল রেজা প্রমুখ।