রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে নিজের শোবারঘরে আত্মহত্যা করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাঁর পরিবারের দাবি, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ‘সালিসে বিচার না পেয়ে’ তিনি আত্মহত্যা করেছেন।
ওই যুবকের নাম মো. ইয়ামিন (২৩)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
ইয়ামিনের বাবা মো. বাবু বলেন, কয়েক দিন আগে ইয়ামিনকে মারধর করে এলাকার কয়েকজন ছেলে। এ ঘটনায় গত বুধবার দুই পক্ষকে ডেকে নিয়ে সালিসে বসেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। সেখানে তিনি পক্ষপাতিত্ব করেন। আর এই ক্ষোভে ইয়ামিন আত্মহত্যা করেছেন বলেও দাবি করেন তিনি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ইয়ামিনের পরিবার বলছে সালিসে বিচার না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। যারা ইয়ামিনকে মেরেছিল, অভিযোগে তাদের নাম থাকবে। পরিবার যেভাবে অভিযোগ করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সালিসে পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সালিস করার বিষয়টিই অস্বীকার করেন। তিনি বলেন, ‘সালিস করলে ভুক্তভোগী আগে আমার অফিসে লিখিত অভিযোগ করবে। তারপর নোটিশ করে দুই পক্ষকে আমি ডাকব। এসব কিছুই হয়নি। কোনো সালিসও আমি করিনি।’
ইয়ামিনকে চেনেন কি না, জানতে চাইলে কাউন্সিলর বলেন, ‘এলাকার ছেলে হিসেবে চিনি। কত দিন আগে দেখা হয়েছে তা মনে নেই।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে গতকাল আমার অফিসে এসেছিল।’