দুদিন পর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। দেশি তারকাদের সঙ্গে যেখানে মাঠ মাতাবেন বিদেশিরাও। নতুন বলে আগুন ঝরানো বোলিংয়ে কারা জেতাবেন দলকে? প্রশ্নটির উত্তর খোঁজা হয়েছে বাংলাদেশ ঘরোয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে আজকের পত্রিকার নতুন এই ধারাবাহিকে—
চিরাচরিতভাবেই এ দেশের উইকেট স্পিন-সহায়ক। কিন্তু বিপিএলে দেখা যায় ভিন্ন চিত্র; স্পিনাররা নয়, এই টুর্নামেন্টে পেসারদের বেশি মাথাব্যথার কারণ ব্যাটাররা। এ পর্যন্ত ৯টি আসরের পাঁচবারই সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন পেসাররাই। তিনবার স্পিনাররা। আর একবার ২০২৩ সালে যৌথভাবে ১৭ উইকেট নিয়েছিলেন পেসার হাসান মাহমুদ ও স্পিনার তানভীর ইসলাম।