আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট প্রতাপ রায়ের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে এক কর্মী সভা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৫টায় চুকনগর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রতাপ রায়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি কেএম মফিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিপ্লব ঘোষ, এম এম ইয়াছিন, আলিমজ্জামান সাগর, বুলবুল আহম্মেদ কাজল, সবুজ খান, রখতিয়ার আহম্মেদ রিপন প্রমুখ।