ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় মস্তাননগর এলাকায় চোখজুড়ানো মডেল ফিলিং স্টেশন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি মডেল ফিলিং স্টেশন উদ্বোধনের কথা রয়েছে।
জানা গেছে, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সারা দেশে মডেল ফিলিং স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে। জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সারা দেশে দুটি করে ছয়টি ফিলিং স্টেশন স্থাপন করবে। এর মধ্যে দুটি মডেল ফিলিং স্টেশন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর একটি মিরসরাইয়ে, অপরটি সিলেটে। প্রতিটি মডেল ফিলিং স্টেশনের জন্য ন্যূনতম ২ দশমিক ৫০ একর জমি নির্ধারণ করে দিয়েছে বিপিসি।
এর মধ্যে মিরসরাইয়ের মেসার্স ফারদিন আটো গ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ‘দুটি মডেল ফিলিং স্টেশন ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জ্বালানি মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আমাদের মডেল ফিলিং স্টেশনের নির্মাণকাজ শেষ। এখন উদ্বোধনের অপেক্ষায় আছি।’
জ্বালানি তেল বিপণন কোম্পানি মেঘনার ডেপুটি জেনারেল ম্যানেজার আকতার কামাল চৌধুরী বলেন, এই মডেল স্টেশনগুলোতে উন্নত দেশগুলোর মতো গ্রাহক সেবার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। আধুনিক ফার্মেসি, উন্নত খাবারের দোকান ও শৌচাগার, ফিডিং রুম, স্পোর্টস জোন, চার্জিং স্টেশন, দূরপাল্লার ট্রাক ও গণপরিবহনের চালক ও তাঁদের সহকারীদের জন্য অত্যাধুনিক বিশ্রামাগার, নির্ভেজাল তেল, এলপিজি, অটো গ্যাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা এখানে থাকছে। সাধারণত ইউরোপ ও আমেরিকার ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের উন্নত সেবার ব্যবস্থা থাকে।
মিরসরাই থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মহাসড়কে মডেল ফিলিং স্টেশন মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত। দূরপাল্লার পরিবহনের চালকদের জন্য বিশ্রামাগারসহ সব ধরনের উন্নত সুযোগ-সুবিধা এখানে থাকবে। সড়কে নিয়ম শৃঙ্খলা কার্যকর হলে দুর্ঘটনা কমে আসবে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে মহাসড়ক।
সওজ অধিদপ্তরের চট্টগ্রাম উত্তরের উপনির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, সওজ অধিদপ্তরের নিয়ম মেনে মডেল ফিলিং স্টেশন নির্মাণ করা হয়েছে।