Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পার্বত্যমন্ত্রীর নির্দেশ

বান্দরবান প্রতিনিধি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পার্বত্যমন্ত্রীর নির্দেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম তথা বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। এ সুনামকে ধরে রাখতে আমাদের সবাইকে ধৈর্য, ত্যাগ, আন্তরিকতা ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। পবিত্র রমজানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে থাকে সে জন্য প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।’

গতকাল রোববার সকালে বান্দরবান কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমানে পবিত্র রমজান মাস চলছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংগ্রাই উৎসব চলছে। এ সুযোগে যাতে কেউ অপতৎপরতা চালাতে না পারে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, নানা অজুহাতে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এসব বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলা করতে হবে।’

বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, ‘বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা অতীতেও সফল হয়নি, যারাই অপচেষ্টা চালিয়েছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। উগ্রবাদিতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’ 
পার্বত্য মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে বান্দরবানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কারও কাম্য নয়। সরকার সবকিছুই পর্যবেক্ষণ করছে। সরকার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম।’

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘রমজানের আগেই ব্যবসায়ী, ক্যাব ও সুধীমহলকে নিয়ে মতবিনিময় করা হয়েছে। ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ