ভালুকা মুক্ত দিবস, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় মেলার পঞ্চম দিনের মতো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গত রোববার রাতে সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বাবু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভালুকা পৌরসভার মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।