Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবসা, অভিযান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবসা, অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার প্রশাসনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

জানা গেছে, ভৈরব বাজারসহ শহরের বিভিন্ন জায়গায় নিয়মকানুন না মেনে মুদি দোকানসহ যত্রতত্র অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ফলে ভৈরব বাজারের অবৈধভাবে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে রহুল আমিনকে ৩ হাজার টাকা, উসমান মিয়াকে ৩ হাজার টাকা, রবীন্দ্র ট্রেডার্সের মালিক অরুন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভৈরবপুর এলাকার আব্দুর রাজ্জাককে ২ হাজার, পঞ্চবটি এলাকার দিনার ট্রেডার্সকে ৩ হাজার টাকা, ফেরিঘাট এলাকার হাজী মতিউর রহমান ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা, মো. সজল মিয়াকে ১০ হাজার টাকা, মো. পাবেল কে ৫ হাজার টাকা এবং মো. তাহের মিয়াকে ৩ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৮৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, নিয়ম না মেনে অবৈধভাবে এসব গ্যাস সিলিন্ডারের ব্যবসা করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ