পুঁজিবাজারের উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই ফের সূচক কমেছে। গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম কমেছে। এতে মূল্যসূচকে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। আর সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয় এবং লেনদেন শুরুর প্রথম ৪ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু শুরুর এই বড় উত্থানপ্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণেই লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটির দাম কমতে থাকে। এক পর্যায়ে ঋণাত্মক হয়ে পড়ে মূল্যসূচক। ফলে দরপতন দিয়ে দিনের লেনদেন শেষ হয়।