নোয়াখালীর সুবর্ণচরে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ কার্যক্রম শুরু করার জন্য জমি পরিদর্শন করেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান। গতকাল শনিবার বিকেলে হাজী ইদ্রিস মিয়ার বাজার সংলগ্ন উরিরচরে ভূমি পরিদর্শনে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো কাউছার আহমেদ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার ডিপটি প্রমুখ।
নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদে পুনর্বাসনের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ প্রকল্প স্থানে ঘর নির্মাণের পাশাপাশি খেলার মাঠ, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও স্কুল নির্মাণের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।