লক্ষ্মীপুরের রামগঞ্জে আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে বিভিন্ন ইউপির ১২ প্রার্থীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. মাহাবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
গত রবি ও সোমবার ভ্রাম্যমাণ আদালত করপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী শাহ আলম, ভোলাকোট ইউপির চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম, একই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বেলায়েত হোসেন, ভাদুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুনুর রশিদ, নোয়াগাঁও ইউপির নৌকা প্রতীকের প্রার্থী সোহেল পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন রানা, কাঞ্চনপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহাদাৎ হোসেন, লামচর ইউপির নৌকার প্রার্থী মাহেনারা পারভীন পান্না, ভাদুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল মান্নান, চণ্ডীপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম সুমন, একই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী পাইন, ইছাপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন খানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।