নরসিংদীতে ২৪ ঘণ্টায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪১৪ জনে। গতকাল রোববার সকালে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নমুনা সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া একজন পলাশ উপজেলার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২১ জন। জেলা থেকে এ পর্যন্ত ৫৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১০৭ জন, রায়পুরাতে ৬১৪ জন, বেলাবে ৭৩৭ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪০৯ জন, পলাশে ১ হাজার ৬৫০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরায় আটজন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।