সিলেট প্রতিনিধি
করোনায় আরও একটি মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। ২৪ ঘণ্টায় সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন সিলেট জেলার, দুজন মৌলভীবাজার ও দুজন হবিগঞ্জ জেলার। সুনামগঞ্জ জেলার কেউ আক্রান্ত হয়নি। এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।
নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮১৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৫১ জন ও মৌলভীবাজারের ৮ হাজার ১৬৫ জন রয়েছেন।
বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৮২ জন, সুনামগঞ্জের ৭৩ জন, হবিগঞ্জের ৪৮ জন এবং মৌলভীবাজার জেলার ৭২ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় সিলেটের চার জেলায় আটজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেটের পাঁচজন ও হবিগঞ্জের তিনজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।