হোম > ছাপা সংস্করণ

করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ৭

সিলেট প্রতিনিধি

করোনায় আরও একটি মৃত্যুহীন দিন পার করেছে সিলেট। ২৪ ঘণ্টায় সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন সিলেট জেলার, দুজন মৌলভীবাজার ও দুজন হবিগঞ্জ জেলার। সুনামগঞ্জ জেলার কেউ আক্রান্ত হয়নি। এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।

নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮১৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৫১ জন ও মৌলভীবাজারের ৮ হাজার ১৬৫ জন রয়েছেন।

বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৮২ জন, সুনামগঞ্জের ৭৩ জন, হবিগঞ্জের ৪৮ জন এবং মৌলভীবাজার জেলার ৭২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সিলেটের চার জেলায় আটজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেটের পাঁচজন ও হবিগঞ্জের তিনজন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন