খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্যান্টিনের তরকারিতে পোকা পেয়েছেন বলে জানান ওই হলের আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, হলের খাবারে পোকা থাকায় তৎক্ষণাৎ প্রতিবাদ করেন ওই হলের ছাত্রীরা।
রাত সাড়ে ৯ টায় রান্না করা শুঁটকি চিংড়িতে পোকা পান এক ছাত্রী। পরে তিনি অন্যান্য ছাত্রীদেরকে জানালে তারা একত্রিত হয়ে এ ঘটনার প্রতিবাদ শুরু করেন। বঙ্গমাতা হলের এক ছাত্রী জানান, রাতে হলের ক্যান্টিন থেকে রান্না করা শুঁটকি চিংড়ি কিনেছিলেন কয়েকজন ছাত্রী। খাওয়ার সময় ফার্মেসি ডিসিপ্লিনের ছাত্রী ফৌজিয়া তাবাচ্ছুম মিম্মা দেখতে পান তাতে পোকা রয়েছে।
তিনি ৭-৮টি পোকা পাওয়ার পর বিষয়টি অন্যান্য ছাত্রীদেরকে বলেন। এ সময়ে হলের সব ছাত্রী ভবনের নিচে নেমে একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন। পরে হলের প্রভোস্টসহ অন্য শিক্ষকেরা এসে ছাত্রীদের রুমে যাওয়ার অনুরোধ করেন।
ছাত্রীরা বলেন, ‘প্রভোস্টের অনুরোধে আমরা রুমে ফিরে এসেছি। তিনি বলেছেন, আমাদের ক্যান্টিনের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে। সেই আশ্বাসে আমরা রুমে চলে এসেছি। নির্দিষ্ট সময়ে তা না হলে আমরা আবারও প্রতিবাদ করবো।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ বলেন, ‘অতিদ্রুত হলের ক্যান্টিন থেকে রাঁধুনি পরিবর্তন করা হবে।’ অপরদিকে হলের ছাত্রীরা অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও অপরিচ্ছন্ন খাবারসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ নিয়ে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও হল কর্তৃপক্ষ তাতে সাড়া দিচ্ছেন না।’
উল্লেখ্য, খুবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলটি দীর্ঘদিন চালু হলেও সেখানে ডাইনিংয়ের কোন ব্যবস্থা নেই। ছাত্রীরা নিয়মিত হলের ক্যন্টিন থেকে খাবার কিনে খেয়ে আসছেন। ক্যান্টিনটি তদারকির দায়িত্বে রয়েছেন হল কর্তৃপক্ষ।