নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিকে ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে, হতদরিদ্র ৫ জনকে বসতঘর ও ১৭ জন রোগীর মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এ ছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।