Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্যাকমোর ভুল চিকিৎসায় পঙ্গুত্বের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

স্যাকমোর ভুল চিকিৎসায় পঙ্গুত্বের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সোহাগ ক্লিনিকে স্যাকমো আজম খানের ভুল চিকিৎসায় শাহিনুর বেগম (৩৯) নামে এক গৃহিণীর পঙ্গুত্ববরণের অভিযোগ উঠেছে। আজম খান ঝালকাঠি সদর উপজেলার গাবখান উপস্বাস্থ্যকেন্দ্রের স্যাকমো হিসেবে কর্মরত। তিনি উপজেলায় সোহাগ ক্লিনিকে রোগী দেখেন।

শাহিনুর বেগম বর্তমানে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার পুখরিজানা গ্রামের অটোরিকশাচালক আফজাল মোল্লার স্ত্রী।

গতকাল মঙ্গলবার শাহিনুর বেগম বলেন, ‘হাঁটু ও পায়ের পাতায় ব্যথার জন্য আট মাস আগে সোহাগ ক্লিনিকের ডাক্তার পরিচয়দানকারী স্যাকমো আজম খানের কাছে চিকিৎসার জন্য যান। সে সময় তিনি দুই সপ্তাহে স্টেরয়েড নামক চারটি ইনজেকশন দেন। এরপর দুই পা ফুলে যায়। পরে বরিশালে ডাক্তার ফেরদৌস রায়হানের কাছে যান। স্টেরয়েড ইনজেকশনের ফলে এমন হয়েছে বলে জানান ডাক্তার রায়হান। পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানকার চিকিৎসকও একই কথা বলেন। ওই ইনজেকশনের কারণে পায়ের দুটি রগ ছিঁড়ে গেছে।’

কয়েক দিন আগে দুই পা ফুলে যায় শাহিনুরের। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন তিনি।

অভিযোগের বিষয়ে আজম খান বলেন, ‘কয়েক মাস আগের বিষয়। তাই তো কাগজপত্র না দেখে বলতে পারব না। আর কোনো ওষুধের প্রতিক্রিয়া এত দিন থাকে না। তা ছাড়া বিষয়টি কেউ জানায়নি।’

রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রের টিএইচও আবুল খায়ের রাসেল বলেন, ‘তাঁর বাম পা অপারেশন করে পুঁজ বের করা হয়েছে। স্টেরয়েড ইনজেকশন দেওয়ায় দুই পায়ের দুটি রগ ছিঁড়ে গেছে। আজম খান কোনো ডাক্তার নন। তিনি কীভাবে স্টেরয়েড ইনজেকশন পুশ করেছেন, তা বোধগম্য নয়। এই ভুল চিকিৎসায় তিনি পঙ্গুত্ব বরণ করেছেন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ