Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আগাম শিম চাষে পীরগঞ্জে কৃষকের মুখে হাসি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আগাম শিম চাষে পীরগঞ্জে  কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগাম জাতের শিম চাষ করা হয়েছে। বাজারে শিম ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জে ৩ হেক্টর জমিতে কৃষকেরা আগাম জাতের শিম চাষ করেছেন। এ ছাড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খটশিংগা গ্রামে চাষ করা হয়েছে হাইব্রিট-৪০ জাতের শিম।

খটশিংগা গ্রামের শিমচাষি জাহেরুল ইসলাম জানান, তিনি ৩০ শতাংশ জমিতে হাইব্রিট-৪০ লাল জাতের শিম লাগিয়েছেন। জমিতে তাঁর সার, সেচ, কীটনাশক, বাঁশের চটি, পরিচর্যা বাবদ খরচ হয়েছে ২০ হাজার টাকা। তিনি আশা করছেন এক সপ্তাহের মধ্যে প্রথম দফায় শিম বিক্রি করবেন। পাইকাররা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে শিম কিনছেন। খুচরা বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

জাহেরুল আরও জানান, আগাম জাতের শিম গাছে ৬ মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে। তিনি আরও ৪০ থেকে ৫০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন। বাজার ভালো থাকলে লাখ টাকার শিম বিক্রিও হতে পারে।

খটশিংগা গ্রামের আরেক চাষি কৃষ্ণ চন্দ্র রায় বলেন, আমি এবার ৫০ শতক জমিতে শিম চাষ করেছি। বর্তমানে কয়েক মাস দাম ভালো পাওয়া যাবে। শীতকালীন শিমের দাম কমে যায়। তখন কৃষকদের ১০-১২ টাকা কেজি দরে শিম বিক্রি করতে হয়। সব মিলিয়ে খরচ বাদে আমার ৩০ থেকে ৪৫ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলায় আগাম জাতের শিমের চাষ বেশি হয়েছে। এই এলাকায় অনেকেই আগাম শিম চাষ করেছেন। কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ