কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে ‘বাবুর বাড়ি’ জমিদারবাড়িতে ‘প্রাচীনকালের’ দুটি হারিকেনের সন্ধান মিলেছে। হারিকেন দুটি আনুমানিক ‘৩০০’ বছর আগের বলে বাড়ির সপ্তম বংশধরদের দাবি। তবে ইতিহাস গবেষকেরা জানিয়েছেন, হারিকেন দুটি শত বছর আগের।
জানা গেছে, ওই জমিদারবাড়ির পূর্ব বংশধর প্রয়াত দাতারাম সাহা, চণ্ডীচরণ সাহা, রাম ঘোষাল সাহা, বিপীন বিহারী সাহা, পুলিন বিহারী সাহা ও নিরঞ্জন সাহা ওই হারিকেন ব্যবহার করেছেন। বর্তমানে প্রয়াত নিরঞ্জন সাহার ছেলে বাদল সাহা ও বিপ্লব সাহা হারিকেন দুটি সংরক্ষণ করেছেন।
কেশবপুর পৌর শহরের ওই জমিদারবাড়ির আগের নাম ‘বিপীনালয়’। জমিদার বংশের সপ্তম বংশধর বাদল সাহা (৬০) জানান, তাঁদের পূর্ব বংশধরেরা এই এলাকার জমিদার ছিলেন। হারিকেন দুটি ভারত থেকে আনা হয়েছিল বলে পূর্ব বংশধরদের মাধ্যমে জেনেছেন। তাঁরা এই হারিকেন দুটি ব্যবহার করতেন। আনুমানিক ৩০০ বছর ধরে ঐতিহ্যবাহী এ হারিকেন দুটি তাঁদের কাছে রয়েছে; যা পারিবারিকভাবে সংরক্ষণ করা হয়েছে।
প্রয়াত নিরঞ্জন সাহার ছোট ছেলে বিপ্লব সাহা বলেন, ‘পূর্ব বংশধরদের রেখে যাওয়া এ হারিকেন দুটির পাশাপাশি আমাদের কাছে কলের গানের মাইক, কেটলিসহ আরও অনেক পুরোনো জিনিস রয়েছে। বিভিন্ন স্থান থেকে আগতরা এসব জিনিস যাতে দেখতে পারেন, সেই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
যশোরের ইতিহাস গবেষক সাজেদ রহমান বকুল বলেন, ‘রেলওয়ের সিগন্যালে এই ধরনের হারিকেন ব্যবহার করা হতো। যশোর এলাকায় রেল এসেছে ১৮৭৩ সালে। ফলে এ হারিকেন দুটি ১৮৭৩ বা তাঁর পরবর্তী সময়ের হতে পারে। তবে হারিকেন দুটি শত বছর আগের।’
এ বিষয়ে বাদল সাহা দাবি করেন, তাঁদের পূর্ব বংশধরদের কেউ রেলওয়েতে চাকরি করতেন না। হারিকেন দুটি ভারত থেকে আনা হয়েছে বলে বংশধরদের মাধ্যমে জেনেছেন।
সাগরদাঁড়ির মধুপল্লির তত্ত্বাবধায়ক হাসানুজ্জামান বলেন, ‘এই ধরনের হারিকেন শত বছর আগের। এগুলো ইউরোপসহ বিভিন্ন দেশে আগে ব্যবহার করা হতো।’