যশোরের চৌগাছার ৪ ইউনিয়নের ১২টি কমিউনিটি ক্লিনিক ও একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে করোনা টিকার ২য় ডোজ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১২ হাজার ৩০০ ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর ও যাত্রাপুর কমিউনিটি ক্লিনিক, স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা, দিঘড়ী ও হিজলী কমিউনিটি ক্লিনিক, সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি, বল্লভপুর, আন্দুলিয়া ও রামকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক, নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা, বড় খানপুর ও চাঁদাপাড়া কমিউনিটি ক্লিনিক এবং নারায়ণপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে ২য় ডোজের টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, গত ৬ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নের ১২ হাজার ৩০০ ব্যক্তিকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। মঙ্গলবার তাঁদের ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে।’