চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেও য়া হয়েছে। গত রোববার তাঁকে শোকজ করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপ্রাসঙ্গিক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া এবং গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত না থাকায় জাহেদ ইকবালকে শোকজ করা হয়েছে বলেন জানান চন্দ্র পোদ্দার। তিনি বলেন, তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে উত্তর জানাতে বলা হয়েছে। অন্যথায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাহেদ ইকবাল শোকজের প্রসঙ্গে বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি তার লিখিত জবাব দেব।’