Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনায় এক গ্রুপ আরেক গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।

গত রোববার বেলা ২টার দিকে প্রথম ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের নতুন বাড়ির সামনে ও দ্বিতীয় দফায় বেলা পৌনে ৩টার দিকে তাঁর পুরোনো বাড়ি থেকে ১০০ গজ দক্ষিণ দিকে ভুঁইছিদ্র এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজিজুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনের লোকজন মোটরসাইকেলের বহর নিয়ে তাঁর বাড়ির সামনে এসে নারী কর্মীদের নোংরা ভাষায় বিরক্ত করে। এর প্রতিবাদ করতে গেলে তাঁর কর্মী অমিত ও অপুসহ বেশ কয়েকজনকে মারধর করে। পরে পুলিশ এসে তাঁদের আটটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনার পরপরই মোয়াজ্জেম হোসেনের লোকজন পুনরায় তাঁর লোকজনের ওপর হামলা করে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

অপরদিকে মোয়াজ্জেম হোসেনের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ওই এলাকায় প্রচারণায় গেলে তাঁদের ওপর আজিজুল ইসলামের লোকজন অতর্কিতে হামলা করে। এতে তাঁদের প্রায় ১৫-১৬ জন কর্মী আহত হন। এ সময় আজিজুল ইসলামের ভাই ফাঁকা গুলি করেন। দ্বিতীয় দফায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ মামলা করতে আসেনি।

ইউএনও প্রণব কুমার ঘোষ বলেন, নির্বাচন আচরণবিধি বিষয়ে সভা করার পর শুধু ষোলঘর ইউনিয়নেই এমন ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। এই ইউনিয়নে নির্বাচনের ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহনশীল আচরণ করার আহ্বান জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ