Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাজশাহী কলেজে আনন্দ উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কলেজে আনন্দ উচ্ছ্বাস

টানা চতুর্থবারের মতো দেশসেরা কলেজের স্বীকৃতি পেয়েছে রাজশাহী কলেজ। এতে আনন্দের জোয়ারে ভাসছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার শোভাযাত্রা ও মিষ্টি বিতরণের মাধ্যমে এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। এর আগে মঙ্গলবার ২০১৮ সালের কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে প্রথম স্থান অর্জন করে রাজশাহী কলেজ।

এ বছর ৭০ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। ৩১টি বিষয়ের ওপর ভিত্তি করে ২০১৫ সাল থেকে এই র‍্যাঙ্কিং প্রকাশ করা হচ্ছে। শুরু থেকেই প্রথম স্থান ধরে রেখেছে এই কলেজ। তাই শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস একটু বেশি দেখা গেছে। এই হইহুল্লোড়ের মধ্যে শিক্ষার্থীদের বাড়তি আগ্রহ দেখা গেছে কলেজের সাবেক অধ্যক্ষ হবিবুর রহমানকে ঘিরে। কেউ কুশল বিনিময় করছিলেন, কেউ সেলফি তুলছিলেন তাঁর সঙ্গে।

হবিবুর রহমান ২০১৪ সালে কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি কলেজটিকে বদলে দেন। তিনি অধ্যক্ষ থাকাকালে প্রথম দেশসেরা হয় এই কলেজ। গতকাল সকালে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে এ অর্জন সবাই মিলে ধরে রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক বলেন, এই সাফল্যের পেছনে সাবেক অধ্যক্ষ হবিবুর রহমানের বড় ভূমিকা রয়েছে। তাঁর এনে দেওয়া সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে সাফল্যের মাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ