দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারিচালিত অটো ভ্যান চুরির অভিযোগে মনোয়ারুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ারুল বিরল উপজেলার খোপড়া গ্রামের মৃত নুরুল ইসলাম উজিরের ছেলে। গতকাল শনিবার সকালে উপজেলার ভাদুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুরুল হোসেন ভাদুরিয়া বাজারে নিজের ব্যাটারিচালিত ভ্যান রেখে চায়ের দোকানে প্রবেশ করেন।
পরে চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মনোয়ারুলকে ধরতে সক্ষম হন। থানায় খবর দিলে পুলিশ এসে ভ্যানসহ মনোয়ারুলকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে।