ফেনীর দাগনভূঞায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদে (ইউপি) সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সুজাতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ূন। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।