গাজীপুরের টঙ্গীতে দুই ছেলে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম শাহ আলম। তিনি টঙ্গীর একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে গেছেন শাহ আলম।
ভুক্তভোগী দুই শিশুর পরিবার জানায়, মঙ্গলবার তারা মাদ্রাসা থেকে ফিরে আসে। এরপর তারা পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হয়ে যায়।
ভুক্তভোগীদের পরিবার আরও অভিযোগ করে, এরপর মাদ্রাসাটির পরিচালনা কমিটি ও শিক্ষকেরা বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতেও কাজ না হয়ে তাঁরা ভুক্তভোগীদের পরিবারকে বিভিন্ন রকম হুমকি-ধমকি দেন।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’