ময়মনসিংহের তারাকান্দায় তিনটি গরুসহ একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার গোপালপুর বাজার থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করা গরু গাড়িতে নিয়ে যাওয়ার সময় চাকা ফেটে যাওয়ায় পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার সকাল ছয়টার দিকে গোপালপুর বাজারে চাকা ফেটে যাওয়া একটি পুরোনো প্রাইভেটকার দেখতে পান তাঁরা। গাড়িটিতে নম্বরপ্লেট না থাকায় এলাকাবাসী ও টহল পুলিশের সন্দেহ হয়। এরপর দরজা খুললে প্রাইভেটকারের ভেতর তিনটি গরু পাওয়া যায়। কিন্তু কোনো যাত্রী বা চালক ছিল না। পরে পুলিশ গাড়ি ও গরু তিনটি থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করা তিনটি গরু রাতে গাড়িতে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা।
পথে গাড়ির চাকা ফেটে যায়। কিন্তু ভোরে হয়ে গেলে গাড়ি মেরামতের সময় না পাওয়ায় হয়তো গাড়ি ও গরু রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। গরুর মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।