Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মানহীন পণ্য তৈরি, জরিমানা

সিলেট প্রতিনিধি

মানহীন পণ্য তৈরি, জরিমানা

সিলেটে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে নকল ও মানহীন পণ্য তৈরি করা হয়। মানা হয় না স্বাস্থ্যরক্ষার না কোনো নিয়মই।

ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করে অধিক মুনাফা অর্জনই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এদের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। 
এসব প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করে র‍্যাব।

গত রোববার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত র‍্যাব-৯, সিলেট-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল জেলার মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআইয়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, ভ্রাম্যমাণ আদালত প্যাকেটে ওজন কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ও স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ধারা, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪ (১) ও ৩২ (১) ধারা এবং ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় জরিমানা করেন।

অভিযানে সিলেটের মোগলাবাজার ইউনিয়নের গোটাটিকর এলাকার বিসিক শিল্পনগরীতে মেসার্স ফিজা কোম্পানির মো. আবুল কালামকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মো. আব্দুর রহিমকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. এহতেশাম সরকারকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. জাকির মালতকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া রসমেলা সুইটসের মো. সেলিম উদ্দিনকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, টেস্টি ট্রিটের (বঙ্গ বেকার্স) মো. নাছিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মো. হাফিজুর রহমানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, খান পিভিসি পাইপের আব্দুল্লাহ-আল-মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার বলেন, ‘ওজনে কম দেওয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে জনস্বার্থে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চার প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ