হোম > ছাপা সংস্করণ

ভারতফেরত ৩ যাত্রীর করোনা

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতফেরত তিন বাংলাদেশি যাত্রীর করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। পরে পরীক্ষা করে দেখা হবে আক্রান্তরা কেউ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা।

গতকাল বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত ৩ যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল।

বর্তমানে ভারত ভ্রমণে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফিরতেও লাগছে নতুন করে করোনা নেগেটিভ সনদ। কিন্তু করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে হাত করে দেশে ঢুকে পড়ে বলে অভিযোগ উঠেছে।

ভারতফেরত করোনায় আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হাবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ‘ভারত ছাড়া অন্যান্য ওমিক্রন আক্রান্ত দেশের যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া ভারতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত দেশে আসার সুযোগ নেই। তবে অনিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ৩ জন করোনা আক্রান্ত যাত্রীকে বাংলাদেশে পাঠায়। বিষয় নিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। এমন অনিয়মের ঘটনায় তাঁরা দুঃখ প্রকাশ করেছেন।’

শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ‘তবে আক্রান্তরা যেহেতু বাংলাদেশি, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।’

তিনি জানান, এই তিনজন ছাড়াও গত ১৫ দিনে ভারতফেরত সন্দেহ ভাজন ৬৫ জনকে করোনার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ এসেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কথা বিবেচনায় নিয়ে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়াকড়িতে যাত্রী যাতায়াত কমেছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ