সংক্রমণ কমে গেলেও করোনা এখনো ভাবাচ্ছে মানুষকে। গত প্রায় দুই বছরে অনেকেই হারিয়েছেন কাছের মানুষদের। গড় বয়স স্পর্শ করার অনেক আগেই করোনার কারণে বিদায় নিতে হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, মানুষের জীবন থেকে ২ কোটি ৮০ লাখ বছর কেড়ে নিয়েছে এ ভাইরাস। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
৩৭টি দেশের করোনার তথ্য নিয়ে করা গবেষণাটি এখন পর্যন্ত এ সংক্রান্ত সবচেয়ে বড় গবেষণা। তবে আসল চিত্র আরও ভয়াবহ বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান নাজমুল ইসলাম। এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের অনেক দেশের তথ্য পাননি তাঁরা। গড় বয়সের ঠিক কত বছর আগে করোনা আক্রান্তরা মারা গেছেন, সেটি হিসাব করলে পুরো চিত্র পাওয়া যাবে।