Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বালুমহাল উচ্ছেদ তিনজনের কারাদণ্ড

গোপালপুর প্রতিনিধি

বালুমহাল উচ্ছেদ তিনজনের কারাদণ্ড

গোপালপুরের নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অবৈধ বালুমহাল উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এটি উচ্ছেদ করা হয়। এ সময় এর দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা এর নেতৃত্ব দেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে এ কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ড পাওয়া তিনজন হলেন, মো. কবির (৩২), মো. মাসুদ (৪০) ও বিপুল (৪৫)। এঁরা সবাই বালু পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, উপজেলার হেমনগর ইউনিয়নের যমুনা পাড়ের তারাকান্দি-ভূঞাপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধের সড়ক ঘেঁষা এই বিদ্যালয়টির অবস্থান। গত দুই তিন মাস আগে স্কুলের পাশে বালুমহাল গড়ে তোলে প্রভাবশালীরা। যমুনার বালু নৌকা থেকে নামানো এবং ট্রাক-ট্রলিতে বিকিকিনির হট্টগোলে বিদ্যালয়ে পড়াশোনায় ব্যাহত হচ্ছিল। বাতাসে উড়ে আসা বালুরকণায় ভোগান্তি পোহাচ্ছিল শিশুরা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা আনজু আনোয়ার ময়না বলেন, ব্যস্ততম এই সড়কে বালু ব্যবসায়ীরা ট্রাক ও ট্রলিতে বালু ভরার সময় যানবাহন বিদ্যালয়ের ভবন ঘেঁষে পারাপার হতো। এতে শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এ নিয়ে এলাকায় সমালোচনা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্থানীয় সাংবাদ কর্মীদের মাধ্যমে শিশু শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে ভোগান্তির কথা জানতে পারেন তিনি। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিদ্যালয়ঘেঁষা বালুমহালটি উচ্ছেদ করাসহ তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ