Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তিন সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার দাবি

ওসমানীনগর প্রতিনিধি

তিন সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার দাবি

দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলা ভবনের সামনে ওসমানীনগরে কর্মরত সাংবাদিকেরা এই মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিন সাংবাদিকের নামে মামলা সাজিয়ে সাংবাদিকদের মনে আঘাত করা হয়েছে। আপন স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে এমন মামলা দিয়ে গণমাধ্যমের কলম আটকে দেওয়া হচ্ছে। আইসিটি আইনের এমন অপব্যবহারে স্বাধীন সাংবাদিকতা এখন হুমকির মুখে। এ আইন দিয়ে গণমাধ্যমের অধিকারকে খর্ব করা হচ্ছে।

বক্তারা অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক উজ্জল দাশ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক রনিক পাল, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ