Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিনা মূল্যের বই দিতে টাকা নেওয়ার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি

বিনা মূল্যের বই দিতে টাকা নেওয়ার অভিযোগ

সরকার সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করলেও আগৈলঝাড়ায় মাধ্যমিক স্তরের কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের থেকে ৪০০ থেকে ৫০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভ প্রকাশ করে প্রতিকার ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকসহ সচেতন মহল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গতকাল দেওয়া লিখিত অভিযোগে উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর অভিভাবক মাকসুদ হাসান ও রুবেল শেখ জানান, স্কুলের দাবি করা ৪০০ টাকা পরিশোধ করে ছেলে-মেয়েদের জন্য নতুন বই সংগ্রহ করতে হয়েছে। একইভাবে যারা নতুন বই সংগ্রহ করেছেন তাদের বিনা মূল্যের বই পেতে গুনতে হয়েছে টাকা। এর মধ্যে ৩৫০ টাকায় বই এবং ৫০ টাকা ভর্তি ফি’র জন্য নেওয়া হলেও স্কুল থেকে প্রদান করা রসিদে বই বা ভর্তি ফি কোনোটাই নির্দিষ্ট করা হয়নি। প্রতিষ্ঠানকে টাকার রসিদ প্রদান করতে বলায় তাদের ৪০০ টাকার দুটি রসিদ দেওয়া হয়েছে মাত্র।

একই ভাবে অবৈধভাবে টাকা নিয়ে নতুন বই বিতরণের অভিযোগ রয়েছে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধেও।

রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক পত্রিকা বিক্রেতা ইদ্রিস হাওলাদারসহ অনেকেই জানিয়েছেন তাঁরা বছরের প্রথম দিন বই পায়নি। আর স্কুল থেকে জানানো হয়েছে পুরোনো বই জমা দিয়ে নতুন বই সংগ্রহ করতে সাড়ে ৪ শ টাকা লাগবে।

বিষয়টি নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অফিস অবহিত হলে ওই দুটি স্কুল কর্তৃপক্ষ টাকা আদায়ের নতুন কৌশল হিসেবে ওই দিন হাতে গোনা কিছু শিক্ষার্থীদের বই দিয়ে দুপুরের আগেই তা বন্ধ করে দেয়। শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, সব নতুন বই আসেনি, পুরোনো বই জমা নেওয়া হবে, পরে নতুন বই দেওয়া হবে।

মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক মন্টু রঞ্জন হালদার জানান, নতুন বই বিতরণের জন্য স্কুলে পুরোনো বই জমা নেওয়ার কোনো বিধান নেই। শিক্ষার্থীদের কাছ থেকে নতুন বইয়ের জন্য টাকা আদায় করা যাবে না। তবে উপজেলায় বইয়ের সংকট রয়েছে।

পয়সা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, স্কুল থেকে বিনা মূল্যে বই প্রদান করা হচ্ছে। তবে ব্যবস্থাপনা কমিটির রেজুলেশন অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফরম বাবদ ৫০ টাকা, মিলাদ ও পূজার ফি বাবদ ৮০ টাকা, ভর্তি ফি ২২০ টাকা এবং ভর্তি পরীক্ষা বাবদ ৫০ টাকাসহ মোট ৪০০ টাকা আদায় করা হচ্ছে। স্কুলের প্রদান করা রসিদে টাকা আদায়ের কোনো খাতের উল্লেখ না থাকার ব্যাপারে বলেন এটা হয়তো যে রসিদ কাটে তার ভুল।

রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডল জানান, টাকা দিয়ে বই নেওয়ার ব্যাপারে তাঁর জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষ তিনি ব্যবস্থা নেবেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ