Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আজও হয়নি স্মৃতিসৌধ

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

আজও হয়নি স্মৃতিসৌধ

দিনটি ছিল ১৯৭১ সালের ২০ মে। পাকিস্তানি বাহিনী হানা দেয় ডুমুরিয়া উপজেলার চুকনগরের মালতিয়া গ্রামে। সেই দিন গুলি করে ও গলা কেটে প্রায় ১০ হাজার নারী-পুরুষকে হত্যা করে হানাদার বাহিনী। এসব নিরীহ লোকজনের স্মৃতি রক্ষায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ১৫ বছর আগে এ স্থানকে বধ্যভূমি ঘোষণা করা হয়; যার নাম ‘চুকনগর বধ্যভূমি’।

কিন্তু এটি আজও পূর্ণাঙ্গ রূপ পায়নি। বধ্যভূমিটি প্রায় সারা বছরই অযত্ন-অবহেলায় পড়ে থাকে বলে অভিযোগ উঠেছে। মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছরেও এখানে শহীদদের জন্য করা হয়নি স্মৃতিসৌধ ও বধ্যভূমি কমপ্লেক্স। চুকনগরে ইতিহাসের অন্যতম বর্বর হত্যাযজ্ঞ হলেও ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’-এর ১৫ খণ্ডের কোথাও এ কথা নেই।

উপজেলার মালতিয়া গ্রামের মো. ইসমাইল শেখ (৬৫) বলেন, ‘পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরেরা চুকনগরের নিরীহ মানুষকে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দেয়। অথচ গণহত্যার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা বধ্যভূমিটি সারা বছরই পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। স্বাধীনতার ৫০ বছরেও এখানে একটি পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ ও বধ্যভূমি কমপ্লেক্স নির্মাণ করা হয়নি।’

উপজেলা প্রশাসন ও চুকনগর গণহত্যা ১৯৭১ স্মৃতি পরিষদের উদ্যোগে এখানে গণহত্যার দিন ২০ মে, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চুকনগর বধ্যভূমি সংরক্ষণের দায়িত্বে আছেন স্থানীয় মো. ফজলুর রহমান মোড়ল। তিনি বলেন, ‘ওপরে ছাউনি না থাকায় বধ্যভূমিটির নিচে বৃষ্টির পানিতে স্যাঁতসেঁতে হয়ে পড়ে। সম্প্রতি বধ্যভূমি পরিদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শিগগিরই এটিকে পূর্ণাঙ্গ রূপ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্য তিনি কিছু একটা করবেন বলে আশা করছি।’

চুকনগর গণহত্যা ১৯৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও বধ্যভূমিতে স্মৃতিসৌধ ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স তৈরি করা হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’-এর ১৫ খণ্ডের কোথাও চুকনগরের ইতিহাস নেই। প্রতিবছরের ২০ মে নিজেরা যতটুকু পারি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সরকার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হচ্ছে না। কেবল স্মৃতিসৌধের মূল স্তম্ভটি হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ