লোকটি কি আত্মহত্যা করেছেন? নাকি তাঁকে হত্যা করা হয়েছে—এমন প্রশ্ন অপেক্ষমাণ শত শত মানুষের মুখে। এক ঘণ্টা শ্বাসরুদ্ধকর অবস্থার পর পুলিশ এসে দরজা ভেঙে জীবিত অবস্থায় মানুষটিকে উদ্ধার করে। গত রোববার বিকেলে মির্জাপুর বাজারের গোড়াইল ভবনের দোতলায় এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাসূত্রে জানা গেছে, সদরের বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা অভিনাস সরকার (৫৫) পৌর বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করেন। তিনি কয়েক মাস ধরে দোকানের পাশেই একটি ভবনের দোতলায় একাই বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শনিবার দুপুরের পর দোকান বন্ধ করে বাসায় যান। এরপর তাঁর আর কোনো খবর না পেয়ে রোববার বিকেলে পরিবারের লোকজন খোঁজ করতে আসেন। মোবাইল ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছিল না।
তাঁর স্ত্রী এসে দেখেন দোকান বন্ধ, বাসার দরজায় ভেতর থেকে তালা লাগানো। কিন্তু অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে অভিনাস সরকার ঘুমিয়ে আছেন।
পরে তাঁর কাছ থেকে জানা যায়, জ্বর ও গলাব্যথা থাকায় দুই দিন ধরে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন তিনি। মুহূর্তেই খবরটি শহরে ছড়িয়ে পড়ে। পুলিশের উদ্ধার অভিযান দেখতে ওই সড়কে ভিড় জমে যায়। এ সময় একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, লোকটি গত শনিবার দুপুরের পর থেকে বাসার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রোববার বিকেল পর্যন্ত ঘুমিয়ে ছিলেন তিনি।