Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিমের ফলনে চাষিদের খুশি

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

শিমের ফলনে চাষিদের খুশি

ডুমুরিয়ায় এবার শিমের বাম্পার ফলন হয়েছে। বাজার বা মাঠে তাকালেই চোখে পড়ে শিম আর শিম। খেত থেকে ইতিমধ্যে কয়েক দফা শিম তুলেছেন চাষিরা। এখনো গাছে ফুল আসছে। ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত প্রায় একই রকম ফলন হবে। শিমের ভালো দাম পাওয়ায় খুশি উপজেলার কৃষকেরা।

উপজেলার বিস্তীর্ণ মাঠ, খেত ও মাছের ঘেরের আইলে শিমের চাষ করা হয়েছে। মাঠে তাকালেই সবুজ-বেগুনি রঙের শিম ফুল চোখে পড়ে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ডুমুরিয়ায় সাড়ে ৩ হাজার কৃষক প্রায় ১৭০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন।

প্রতি হেক্টরে গড়ে ২৫ টন করে প্রায় সাড়ে ৪ হাজার টন শিম উৎপাদন হবে। এখানে লাল ফুল জাতের শিমের বেশি ফলন হয়ে থাকে। তাই প্রায় ৯৫ শতাংশ জমিতেই লাল ফুলের শিম আবাদ করা হয়েছে। বর্তমানে বাজারে শিমের বেশ ভালো দাম রয়েছে। মাস খানেক আগে শিম প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। এখন তা নেমেছে ৩০ থেকে ৩৫ টাকায়।

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান, ছোটবেলায় দেখেছি শিম লাগানো হতো ভিটে বাড়িতে। জমিতে হতো ধান। এখন চাহিদা বেড়েছে, ফলনও বেড়েছে। তাই শিম চাষ করতে জমি, ভিটা, রাস্তাঘাট, খাল কিছুই বাদ যাচ্ছে না।

যার যেখানে জমি ফাঁকা আছে সেখানেই শিম গাছ লাগিয়েছে। আগে বেশির ভাগ ক্ষেত্রে বৃষ্টির পানিতে অথবা শিশিরে ফুল ভিজে শিম পচে যেত। কিন্তু বর্তমানে শিমের উন্নত জাত উদ্ভাবনের কারণে ওই ধরনের সমস্যা নেই। এখন কোনো ধরনের ঝামেলা ছাড়াই শিম চাষ করা যাচ্ছে। তাই সবাই শিম চাষে আগ্রহী হচ্ছেন।

একই ইউনিয়নের কৃষক ইদ্রিস আলী গাজী জানান, শিম চাষ করে আমরা লাভবান হওয়ার আশা করছি। দুই বিঘা মাছের ঘেরের পাড়ে শিম চাষ করেছি। যেভাবে ফলন এসেছে তাতে সব খরচ করে লক্ষাধিক টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা দেখছি। আবহাওয়া অনুকূলে থাকায় গোটা উপজেলাজুড়ে শিমের বাম্পার ফলন হয়েছে। বিক্রিও ভালো হচ্ছে। শিম চাষ করে আমরা লাভবান হয়েছি।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় শিম চাষ খুব ভালো হয়েছে। কৃষকেরা লাভবান হচ্ছেন। শিম উৎপাদন করতে কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভবান হওয়া যায়। উপজেলা কৃষি অফিস শিম চাষিদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ