মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চাইলেন হিরো আলম। গতকাল শুক্রবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহিন ইসলামের তালা প্রতীকে ভোট চান তিনি।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোলাপাড়ায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, বাড়ি, রাস্তাঘাটে ভোটারের কাছে ভোট চান হিরো আলম। এ সময় তিনি তালা প্রতীকের ব্যাজ পরে ও হাতে লিফলেট নিয়ে ইউপি সদস্য পদপ্রার্থী শাহিন ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকাখ্যাতি পাওয়া হিরো আলমকে দেখতে ও তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান অনেকে।
হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশনের গাফিলতির কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ এলাকায় এসে নির্বাচনের পরিবেশ ভালো মনে হলো। তবে নির্বাচনের দিন ভোটাররা প্রভাবমুক্ত থাকে সে ব্যাপারে যেন প্রশাসন ভূমিকা নেয়।’