ভালুকা মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ভালুকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। সেই দিন থেকেই ভালুকা মুক্ত দিবস পালন করা হচ্ছে। এ বছর মুক্ত দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
দিবসটি উপলক্ষে আজ বুধবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আট দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন মেলায় থাকবে নানা আয়োজন।
১৯৭১ সালে মেজর আফসার উদ্দিন আহমেদের ‘আফসার বাহিনী’ পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত করেন। মেজর আফসার উদ্দিন একটি রাইফেল নিয়ে আট সদস্যের ‘আফসার বাহিনী’ গঠন করেন। পরে তাঁর বাহিনী সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে ১৫০ টিরও বেশি যুদ্ধ পরিচালনা করে।