Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মহাসড়কে সেতুর বেঢপ ঢাল উদ্যােগ নেই সওজের

আগৈলঝাড়া প্রতিনিধি

মহাসড়কে সেতুর বেঢপ ঢাল উদ্যােগ নেই সওজের

বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-বরিশাল মহাসড়কের একটি সেতুর অপরিকল্পিত ঢাল নির্মাণ করা হয়েছে। সেখানে বিটুমিন ও পাথরের স্তূপ একাকার হয়ে ছোট-বড় কয়েকটি টিউমারে রূপ নিয়েছে। এতে ঘটছে দুর্ঘটনা। সরেজমিন দেখা গেছে, উপজেলার গৈলা রথখোলা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মহাসড়কে সেতুর ঢালে বিটুমিন ও পাথরের স্তূপ একাকার হয়ে বেঢপ রকম উঁচু হয়ে আছে। এদিকে এগুলো অপসারণে সড়ক ও জনপথ বিভাগ থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মহাসড়কের এই টিউমার এখন ছোট-বড় যানবাহন চালকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ রুটে যাতায়াতকারী লোকাল বাস চালক আলামিন হোসেন বলেন, ‘এই মহাসড়ক দিয়ে যাতায়াতকালে গৈলা সেতুটি এত উঁচু করা হয়েছে গাড়ি নিয়ে উঠতে অনেক কষ্ট হয়। এ ছাড়া প্রায় সময় মালবাহী ট্রাক এই সেতুতে উঠতে গিয়ে ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ভেঙে পরে।’

ভ্যান চালক শাহিন ফকির জানান, কোনো মালামাল নিয়ে এই সেতুতে ওঠা যায় না। আর ভ্যানে মালামালসহ একা একা উঠতে গিয়ে প্রায় সময়ই ভ্যান উল্টে দুর্ঘটনায় পড়তে হয়।

ইজিবাইক চালক নুর ইসলাম বলেন, ‘এই সেতুটি অনেক উঁচু। তারপর আবার সড়কের বিভিন্ন স্থানে টিউমারের মতো ফুলে রয়েছে। এতে যাত্রী নিয়ে সেতুতে উঠতে কখনো কখনো দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া হঠাৎ সড়কের পাশে থাকা টিউমারের মতো উঁচু জায়গায় গাড়ির চাকা উঠে গেলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে ছোট যানবাহনগুলোকে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয়।’

মহাসড়ক দিয়ে চলাচলকারী একাধিক ট্রাক চালক জানান, অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে মালবাহী ট্রাকের চাকা বেঢপভাবে উঁচু হয়ে থাকা জায়গায় উঠে গেলে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়। এই সড়ক থেকে অতি দ্রুত এ ধরনের টিউমার অপসারণ এবং সেতুর সংযোগ সড়ক পরিকল্পিত ভাবে নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক জনপথ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. সুমন হোসেন জানান, এই সড়কের যে স্থানে বিটুমিন ও পাথর স্তূপ হয়ে টিউমারের মতো তৈরি হয়েছে তা দ্রুত অপসারণ করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ