হোম > ছাপা সংস্করণ

বর্ণিল উৎসবের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ শনিবার যশোরে জমকালো আয়োজন করা হয়েছে। যশোর কালেক্টরেট চত্বরকে সাজানো হয়েছে রঙিন সাজে। সকাল সাড়ে ৯টায় শহরের মুন্শী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল ময়দান) পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই স্থানে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী থাকবেন ইমরান ও দেবলীনা সুর। রাত সাড়ে ৯টায় কালেক্টরেট চত্বরে আতশবাজি ফুটানোর অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান ঘিরে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়ে যশোর জেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে টাউন হল মাঠে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। সকাল সাড়ে ৯টার মধ্যে টাউন হল মাঠ যেন কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সে আয়োজন সম্পন্ন হয়েছে।’

তমিজুল ইসলাম খান বলেন, ‘সন্ধ্যার পরে হবে আতশবাজির উৎসব। এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ঢাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের দিন যশোরের আট উপজেলার হাজার হাজার নেতা-কর্মী নিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা করবে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া সন্ধ্যায় আতশবাজির উৎসব করবেন তারা। পাশাপাশি সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ জাঁকজমকভাবে নানা আয়োজন সম্পন্ন করেছে। পদ্মা সেতু উদ্বোধনী আয়োজনে মেতে উঠতে বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বর থেকে ১০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হবে। এ সময় সুসজ্জিত ঘোড়ার গাড়ি থাকবে। তা ছাড়া শোভাযাত্রা বর্ণাঢ্য করতে রং বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ব্যবহার হরা হবে।

প্রতিটি ইউনিটকে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি সভা করছে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ। শোভাযাত্রা শেষে সন্ধ্যায় হবে সংগীত অনুষ্ঠান।

জেলা প্রশাসনের অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের নেতৃত্বে টাউন হল ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ছাড়া চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে সকাল সাড়ে ৯টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে দলীয় নেতা-কর্মীদের দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বিকেলে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে আনন্দ শোভাযাত্রার কর্মসূচি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী বলেন, ‘অনুষ্ঠান সফল করতে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন