Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কেরানীগঞ্জে ডাকাতির মামলায় গ্রেপ্তার ৮

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে ডাকাতির মামলায় গ্রেপ্তার ৮

কেরানীগঞ্জে ডাকাতির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত রাজধানী ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিয়ান খান অপু ওরফে বস মারুফ, মো. রোমান, আসিফ, ছোট মারুফ, শহীদ ওরফে কালু, নাসির, রাজিব ও আনছার।

গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ আগস্ট রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কলাতিয়া আকসাইল রোডে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা করছিলেন একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী। ডাকাতেরা তাঁদের গাড়ি রোধ করে ড্রাইভারকে মারধর করেন। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, ৫ হাজার ২০০ টাকা ও কানের দুল ছিনিয়ে নেন ডাকাতেরা।

শাহাবুদ্দিন কবির বলেন, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম মামলাটির তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে কালুকে গ্রেপ্তার করা হয়। কালুর দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বস মারুফের বাসা থেকে লুণ্ঠিত টাকা ও কানের দুল উদ্ধার করা হয়। আসামিরা জানিয়েছেন, তাঁরা কেরানীগঞ্জের কয়েকটি স্থানে গত ৩–৪ মাস ধরে নিয়মিত ডাকাতি করে আসছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ