Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা

ঈশ্বরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার ওই শিশুর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের এক কিশোরসহ দুলাল মিয়া নামে এক ব্যক্তি গত ১৭ নভেম্বর স্থানীয় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ওই শিশুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী শিশুর বাবা বিচার চাইলে গ্রাম্য মাতুব্বররা মীমাংসা করে দেওয়ার কথা বলে বিলম্ব করে। এদিকে আসামিরা ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া শুরু করেন।

এ বিষয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বাদীর বাড়িতে গিয়েছি। কিন্তু তাঁকে পাইনি।’

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে আদালতে পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ